আকাশ জোড়া মেঘ-হুমায়ূন আহমেদ

শেষ কোন বইটা পড়ে কারণ ছাড়াই মন খারাপ হয়েছে?

অপলা মেয়েটা খুব একা। অনেক মায়া আর আদর জড়ানো এবং দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন একটা চরিত্র। স্যারের উপন্যাসের অবধারিত নিয়মে অপলা আর ফিরোজের মাঝে কিছু একটা হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এটা ভালো লেগেছে। ফিরোজের মাঝে ‘হিমুর’ ছায়া আছে।

আমার মনে হয়েছে, এই উপন্যাসটি শ্রেণি বৈষম্যের একটা উল্লেখযোগ্য অংশ তুলে ধরে। উচ্চবিত্ত আর নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝের বিশাল ব্যবধানের মূল্য অনেক বেশি পরিমাণে দিতে হয় সোমাদের পরিবারকে। আর তাই, এই বইটি গুরুত্বপূর্ণ।

কিন্তু, অপলার জন্য খুব মন খারাপ হয়। কী বিশাল একাকিত্বের প্রাসাদে তার বসবাস। অন্য কেউ না, নিজেই যেনো কোন একদিন এই জাল থেকে বের হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top