ওঙ্কার-আহমদ ছফা
বইয়ের পাতায় কী সমগ্র ইতিহাস ধরা যায়? অথবা একটি জাতির স্বাধীনতার ইতিহাসের যে মহাকাব্য রচিত হয়েছে, তা কী শব্দে প্রকাশ সহজসাধ্য?এই কঠিনতম কাজটি আহমদ ছফা তার ৩৮ পৃষ্ঠার উপন্যাসে করে দেখিয়েছেন। একে উপন্যাস বলবো না ছোট গল্পের বৃহৎ সংস্করণ, তা নিয়ে আলাপ হতে পারে। কিন্তু গঠন, প্রকাশরীতি আর ভাষার ভঙ্গি একে ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে। …